স্বাধীনতা দিবসে জাতীয় পার্টির বিবৃতি ও কর্মসূচি

প্রকাশঃ মার্চ ২৬, ২০১৬ সময়ঃ ৯:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৮ পূর্বাহ্ণ

14089677806মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব শেখ শহীদুল ইসলাম যৌথ বিবৃতিতে বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এর মধ্য দিয়ে বাঙালি জাতির জীবনে অবসান ঘটে পরাধীনতার গ্লানি। ১৭৫৭ সালে পলাশীর আম্র কাননে বাঙালি জাতির যে স্বাধীনতা সূর্য অস্ত গিয়েছিল বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে তা আবার উদিত হয়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে এক নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে । প্রতিষ্ঠিত হয় বাঙালির নিজস্ব আবাস ভূমি। আজকের এই দিনে আমরা তাই গভীর ও বিনম্র শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করি সেই সব অকুতোভয় বীর সন্তানদের; যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে সমর্থ হয়েছিল। একই সঙ্গে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের অবদান; যারা লড়াই করে দেশকে হানাদারমুক্ত করেছিল। আমরা স্মরণ করি নির্যাতিত মা বোনদের আর দেশবাসীর অমূল্য অবদানকে।

স্বাধীনতার ৪৫ বছর পরও আমরা ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা, গ্ল­ানি থেকে মুক্তি পাইনি। এবারের স্বাধীনতা দিবসে তাই আমাদের শপথ হওয়া উচিত্ ক্ষুধা ও দারিদ্র্য, নিরক্ষর মুক্ত দেশ গড়ার। আমরা দেশবাসী জনগণকে একাত্তরের মুক্তিযুদ্ধের সেই চেতনাকে আবারও ধারণ করে ঐক্যবদ্ধভাবে এই গ্লানি হতে মুক্ত হওয়ার সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানাই।

এবারের স্বাধীনতা দিবস আসছে আমাদের মাঝে এমনি এক সময় যখন বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধি ও অর্থনীতির চাকা সচল রয়েছে এবং তা সারা বিশ্বের প্রশংসা কুড়াচ্ছে। শিক্ষা ও ছাত্রসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে স্বাধীনতার ৪৬তম বার্ষিকীর এই মুহূর্তে আজ প্রয়োজন মুক্তিযুদ্ধের চেতনায় সমগ্র জাতির ঐক্যবদ্ধ হওয়া এবং দেশের সাংবিধানিক গণতন্ত্রের ধারা সুসংহত করা, দারিদ্র্য নিরক্ষরতা ও পশ্চাত্মুখী চিন্তাকে দূরীভূত করা।

যে দেশের জনগণ ৩০ লক্ষ মানুষের প্রাণ ও কোটি জনতার ত্যাগ তিতিক্ষার বিনিময়ে স্বাধীনতা অর্জন করে, সে জাতি এক বীরের জাতি। ৭১ আমাদেরকে শিখিয়েছে দেশ, জাতি ও মানুষের কল্যাণের জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ত্যাগ স্বীকার করা। এবারের স্বাধীনতা দিবসে আমরা তাই নতুন করে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও উন্নয়নের জন্য শপথ গ্রহণ করি। ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার জন্য শপথ গ্রহণ করবো। সত্য ও ন্যায়ের এই সংগ্রামে আমাদের জয় হবেই।

জেপির দুই দিন ব্যাপী কর্মসূচিঃ আজ ২৬ মার্চ সকাল সাড়ে ছয়টায় জাতীয় পার্টি-জেপি’র সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। বাদ জোহর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া। আগামীকাল রবিবার বিকাল ৪টায় কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা। আলোচনা সভায় নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে দলের মহাসচিব অনুরোধ জানিয়েছেন।

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G