স্বাধীনতা দিবসে মোদি-মমতার শুভেচ্ছা
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার ইংরেজিতে এক টুইট বার্তায় মোদি এই শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে বাংলাতেও তিনি বার্তাটি পোস্ট করেন।
বার্তায় মোদী বলেন, ভারতের স্থায়ী ও গুরুত্বপূর্ণ বন্ধু বাংলাদেশের জনগণকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক বার্তায় বলেন, ‘আজ বাংলাদেশের ৪৫ তম স্বাধীনতা দিবস। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ ও ভারতের শহীদদের।’ এর পর তিনি লেখেন, ‘জয় বাংলা। জয় ভারত।’
অন্যদিকে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রেসিডেন্ট আবদুল হামিদকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়।
এই বার্তায় তিনি লিখেছেন, ভারতের সরকার ও জণগণ এবং ব্যাক্তিগতভাবে আমার পক্ষ থেকে বাংলাদেশের মানুষ ও বাংলাদেশের প্রেসিডেন্টকে আপনাদের জাতীয় দিবস উপলক্ষ্যে উষ্ণ শুভেচ্ছা ও ভালবাসা জানাচ্ছি।
এই প্রসঙ্গে গত বছরের ডিসেম্বরে ভারত সফরের সময় বাংলাদেশের প্রেসিডেন্টের সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করে প্রণব মুখোপাধ্যায় লিখেছেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও প্রসারিত এবং পারষ্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরও প্রসারিত হবে বলে তিনি আস্থা প্রকাশ করেছেন।
প্রতিক্ষণ/এডি/জবা