স্বাভাবিক হচ্ছে যুক্তরাষ্ট্রের জনজীবন
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ওপর দিয়ে বয়ে যাওয়া তুষার ঝড়টি দুর্বল হয়ে আটলান্টিক মহাসাগরের দিকে ধাবিত হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আস্তে আস্তে স্বাভাবিকতা ফিরে আসছে।
১৮৬৯ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ তুষারপাত হয়েছে নিউইয়র্কে। ঝড়ে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর জানা গেছে। যে ২০ জন মারা গেছেন তাদের মধ্যে অন্তত ৬ জনই নিহত হয়েছেন বরফ সরানোর কাজ করতে গিয়ে। তুষার সরাতে গিয়ে অনেকে হৃদরোগে আক্রান্ত হয়েছেন, আবার অনেকের হাড় ভেঙে গেছে। আর বাকি ১৪ জন তুষার সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
শুক্রবার থেকে শুরু হওয়া এই ঝড় টানা দুইদিন অব্যাহত থাকার পর রবিবার সূর্যের আলোর দেখা যাওয়ায় আনন্দ-উল্লাস করতে দেখা গেছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের। ফলে তিন-চার ফুট বরফ খুঁড়ে নিজেদের গাড়ি, ঘর থকে বেরুনোর রাস্তা, মূল সড়কে ওঠার পথ পরিষ্কার করার কাজে এখন ব্যস্ত লাখ লাখ মার্কিন নাগরিক। অনেক ক্ষেত্রে তুষার পরিষ্কার করতে প্রতিবেশীরা একে অপরকে সহায়তা করছেন।
এই তুষার ঝড়কে স্নোজিলা হিসেবে অভিহিত করা হচ্ছে। স্নোজিলায় প্রায় সাড়ে আট কোটি মানুষ দুর্ভোগের মুখে পড়ে। এক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ সংকটেও পড়ে। এদিকে, দেশটির রাজধানী ওয়াশিংটনে এখনো মেট্রোরেল বন্ধ রয়েছে এবং বিমানপথও স্বাভাবিক হয়নি।
ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার জানিয়েছেন, রবিবার পরিস্থিতি বেশ উন্নত হয়েছে। তবে আরো ২৪ ঘন্টা নাগরিকদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হলো।
প্রতিক্ষণ/এডি/এফটি