স্বামীকে ছাড়াই মাহিয়া মাহির ঈদ

প্রথম প্রকাশঃ জুন ২৮, ২০১৬ সময়ঃ ৪:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

mahiya_mahi_14126_1464193418

খুব বেশিদিন হয়নি বিয়ে হয়েছে ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির। বিয়ের পর তিনি সিলেটে শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছেন। তবে এখন আবার শুটিং-ডাবিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। কোথাও কোথাও আবার স্বামীকে নিয়েও শুটিংয়েও যাচ্ছেন। ঈদের বিভিন্ন টিভি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তবে বিয়ের পর এবারের ঈদটি স্বামীর সঙ্গে করা হচ্ছে না তাঁর। মাহি ঢাকায় এবং তাঁর স্বামী অপু সিলেটে ঈদ করবেন বলে জানা গেছে।

এ বিষয়ে মাহি বলেন, ‘এবারে ঈদটা আমি আমার মা-বাবার সঙ্গেই করব। এই ঈদ আমার জন্য একটু অন্য রকম, আমি শেষবারের মতো মা-বাবার সঙ্গে ঈদ করছি। কিছুদিন পর আমি শ্বশুরবাড়িতে চলে যাব। ঈদের পর সবার দোয়া নিয়ে আমি শ্বশুরবাড়ি যাব। অপু এ বছর ঈদ করবে সিলেটে। তবে কোরবানির ঈদ থেকে আমরা একসঙ্গে ঈদ করব।’
কথা প্রসঙ্গে ছোটবেলার ঈদ নিয়েও কথা বলেন মাহি। তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই দুষ্টু ছিলাম। ছোটবেলায় একা কোথাও বেরোতে দিত না। এমনকি স্কুলেও আম্মু আমাকে নিয়ে যেত। সব সময়ই চেষ্টা থাকত, কখন একা বাসা থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া যায়। অনেক চেষ্টা করে যদি আমি বেরোতে পারতাম, সেটাই আমার ঈদ হতো। জামা-কাপড় নিয়ে আমার কোনো বাড়তি আগ্রহ ছিল না। বাবা-মা, দাদা-নানা সবার কাছ থেকেই গিফট চলে আসত।’

পুরোনো দিনের কথা মনে করে একটু আফসোসও করলেন মাহি, ‘এখন আর ঈদের সেই মজাগুলো পাই না। সেভাবে যেখানে-সেখানে যেতে পারি না। এখন এক জায়গায় কিছুক্ষণ দাঁড়ালেই লোকজন জড়ো হয়ে যায়। নায়িকার সঙ্গে সেলফি তুলতে চায়। চাইলেও তো এখন আর নিজের ইচ্ছামতো ঘুরতে পারি না। এটা অনেক বেশি মিস করি।’

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G