স্বামীদের নার্সারিতে রেখে শপিং-এ স্ত্রীরা

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৭ সময়ঃ ৫:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

04

যুক্তরাজ্যের একটি জরিপ বলছে, ৮০ শতাংশ পুরুষই মেয়েদের সঙ্গে নিয়ে শপিংয়ে যেতে অপছন্দ করেন। তাঁদের মধ্যে ৪৫ শতাংশ তো যেকোনো মূল্যে এড়িয়েই চলেন! একাধিক দোকান ঘুরে ঘুরে লম্বা সময় পার করে মেয়েদের জিনিস কেনার ঘটনায় পুরুষদের বিরক্তি থাকে।

আর এ ব্যাপারটাকেই নজরে এনে চীনের সাংহাইয়ের মিনহাং জেলার ভাংকি শপিং মল কর্তৃপক্ষ বের করেছে অভিনব এক আইডিয়া। শপিং মলের চতুর্থ তলায় একটি নির্দিষ্ট জায়গা পৃথক করে নাম দেওয়া হয়েছে 05‘হাজবেন্ড নার্সারি’। এখানে লম্বা সময় ধরে শপিংয়ের বিরক্তি থেকে বাঁচাতে স্বামীদের রেখে যেতে পারবেন স্ত্রীরা। অনেকটাই ডে কেয়ার সেন্টার বা নার্সারির মতো। স্ত্রীরা যখন মহা-আনন্দে শপিং মলে ঘুরে বেড়াবেন, তখন এই সময়টায় ‘হাজবেন্ড নার্সারি’-তে রেখে যাওয়া স্বামীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা!

এখানে তারা টিভিতে মজার অনুষ্ঠান দেখে কিংবা ম্যাগাজিন পড়ে সময় কাটাতে পারবেন। সঙ্গে রয়েছে পানীয় আর কফিরও সুব্যবস্থা। অপেক্ষাটা আরো আরামদায়ক করতে রয়েছে ম্যাসাজ চেয়ার। স্ত্রীর সঙ্গে দোকানে ঘুরে ক্লান্ত হওয়ার বদলে বরং ম্যাসাজ চেয়ারগুলোয় ম্যাসাজ নিয়ে হাজবেন্ডরা হয়ে উঠবেন একেবারে ঝরঝরে।

এখানে তাঁদের জন্য আছে ফ্রি ওয়াই-ফাই ও গান শোনার ব্যবস্থা।এমনকি গান শুনতে শুনতে গদিওয়ালা চেয়ারে নাক ডেকে ঘুমিয়ে গেলেও বাগড়া দেবে না কেউ!

এরই মধ্যে অনেকেই এই আনন্দদায়ক সুযোগ লুফে নিয়েছেন। যে সময়টায় স্ত্রীরা দোকান ঘুরে ঘুরে পছন্দের জিনিস কিনে বেড়ান, ওই সময়ে স্বামীরা এই হাজবেন্ড নার্সারিতেই সময় কাটাতে বেশি পছন্দ করছেন।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G