স্বাস্থ্যসেবায় দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা

প্রকাশঃ জুন ২৫, ২০১৫ সময়ঃ ১২:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। nasim

বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারদলীয় সদস্য এম আবদুল লতিফের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

সাংসদ মন্ত্রীর কাছে জানতে চান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালটি দেশের সব শ্রেণীর পেশার মানুষের হৃদরোগ চিকিৎসার ভরসাস্থল হওয়ার কথা থাকলেও বাস্তবতা ভিন্ন। অনিয়ম দুর্নীতিতে ডুবে আছে প্রতিষ্ঠানটি। উৎকোচ ছাড়া এক পাও নড়েন না অধিকাংশ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী। সরকার জনস্বার্থে হাসপাতালের সব দুর্নীতি অনিয়ম দুর্নীতি রোধকল্পে কোনো পদক্ষেপ নেবে কি না?

এর জবাবে মন্ত্রী বলেন, কোনো সেবা প্রতিষ্ঠানেই দুর্নীতি গ্রহণযোগ্য নয়। শুধু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল নয়, যে কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানেই দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মো. মামুনুর রশিদ কিরণের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারাদেশে (আংশিক সিটি করপোরেশন এলাকাসহ) মোট সক্ষম দম্পতি ২ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ৯৭৬ জন। এদের মধ্যে পরিবার পরিকল্পনা গ্রহণকারী দম্পতি ২ কোটি ১১ লাখ ৬৮ হাজার ৩০৮ জন। এতে শতকরা ৭৮ দশমিক ৬ জন দম্পত্তি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেন।  প্রতি বছর একবার দম্পতিদের বয়স, সন্তান সংখ্যা ও পদ্ধতিভিত্তিক এ সংখ্যা নির্ণয় করা হয়েছে।

তিনি বলেন, ২০১৪ সালে সারাদেশে শূন্য সন্তানবিশিষ্ট সক্ষম দম্পতি ছিলো ২৩ লাখ ২২ হাজার ৩৪৪ জন। যাদের  মধ্যে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারী সংখ্যা ছিলো ৮ লাখ ৩০ হাজার ৪৩৯ জন। অর্থাৎ, শতকরা ৩৫ দশমিক ৭৫ জন। এদের মধ্যে ১১ লাখ ৭৬  হাজার ১৭৯ জন কোন পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেনি এবং ৩ লাখ ১৫ হাজার ৭১৬ জন ছিলেন গর্ভবতী।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G