স্ব-রুপে ফিরেছে শ্রীলঙ্কা

প্রথম প্রকাশঃ অক্টোবর ২৩, ২০২২ সময়ঃ ৫:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৫ অপরাহ্ণ

টি২০ বিশ্বকাপে প্রথম পর্বে নামিবিয়ার কাছে হেরে শঙ্কায় থাকা শ্রীলঙ্কা সুপার-১২ খেলতে নেমেই স্বরুপে ফিরেছে। যে আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করেছে, সে আয়ারল্যান্ড আজ সুপার-১২ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেছে ৯ উইকেটে।

সুপার-১২ পর্বে খেলতে আসার আগের ম্যাচে মাঠে নামার আগে লঙ্কান অধিনায়ক দানুসকা বলেছিলেন, আমরা জানি আমাদের শক্তি কোথায়। দানুসকা আজ আইরিশদের বিপক্ষে ৩০ বল না খেলেই ৯ উইকেটে জয় তুলে সে প্রমানই দিয়েছেন।

টস জিতে আইরিশরা ব্যাট করে সংগ্রহ করে ১২৮/৮। আর জবাবে লঙ্কান ১ উইকেট খরচ করে জমা করে ১৫ ওভারে ১৩৩ রান। ওপেনার কুশাল মেন্ডিসের ৪৩ বলে ৫ বাউন্ডারি আর ৩ ছয়ে অপরাজিত ৬৮ রানেই সহজ জয় পায় লঙ্কানরা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G