স্মার্টফোনের ব্যবহার এখন চোখের সাহায্যে
তারিক হাসানঃ
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে স্মার্টফোন ব্যবহারের নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন।
এই নতুন প্রযুক্তিকে বলা হয়, interscatter communication. এই পদ্ধতিতে চোখের লেন্স ও মস্তিকের implants এর মাধ্যমে স্মার্টফোনে সংকেত পাঠানো যায়।
এখানে প্রকৌশলীরা ব্লুটুথ সংকেতকে ওয়াই ফাই সংকেতে রূপান্তর করেছেন।
গত ২২ আগস্ট,ব্রাজিলে কম্পিউটিং ডেটা কমিউনিকেশন সংক্রান্ত বিশেষ সম্মেলনে প্রকৌশলীরা এই নতুন প্রযুক্তি উপস্থাপন করেন।