স্মার্টফোনের মাধ্যমে রক্তপরীক্ষা!

প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৫ সময়ঃ ১২:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১১ অপরাহ্ণ

smartphoneআধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে প্রায় সকল ধরনের রোগ নির্ণয়ের জন্যই রক্ত পরীক্ষা করার প্রয়োজন পরে।আর রক্ত পরীক্ষা করার জন্য ডায়াগনোস্টিক সেন্টার যাওয়া, টাকা খরচ, সময় ব্যয়, সেই সাথে নিজের শরীর থেকে অনেক রক্ত ও দেয়ার প্রয়োজন হয়।
এসব ঝামেলা থেকে মুক্ত হতে স্মার্ট ফোন এ আসলো নতুন একটি অ্যাপ, যে অ্যাপ দিয়ে সহজেই আপনি নিজেই রক্ত পরীক্ষা করতে পারবেন। এমনটিই জানা গেছে বিবিসি নিউজ থেকে।

যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী এই অ্যাপ তৈরি করেছেন । এই অ্যাপ টি যেকোনো স্মার্ট ফোন এ ব্যাবহার করা যাবে। স্মার্ট ফোন ব্যাবহারকারিরা তাদের ফোনের লেন্স দিয়ে রক্তের ছবি তুলে, অ্যাপ এর মাধ্যমে সার্ভার এ পাঠাবেন। তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই পেয়ে যাবেন ফলাফল।

তনয় ট্যানডন(বিজ্ঞানী দলের প্রধান) বলেছেন, ‘’প্রায় দুই শতক ধরে যেকোনো রোগ নির্ণয়ের জন্য ব্যক্তির রক্তের পরীক্ষা করে আসছেন চিকিৎসকেরা। এখন হয়তো আর এর প্রয়োজন হবে না। রক্তের ছবি দেখেই রোগ নির্ণয় করা যাবে। এটি ম্যালেরিয়া ও ক্যানসারের মতো রোগও শনাক্ত করতে পারবে। আমার ধারণা, গ্রামাঞ্চলে এই অ্যাপ দারুণভাবে কাজ করবে।’’ “অ্যাথেলাস” নামের এই অ্যাপটি ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ায় পুরস্কৃত হয়েছে।

তবে এখনও এই অ্যাপ এর কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে বলে সন্দেহ প্রকাশ করেছেন অনেক চিকিৎসা বিশেষজ্ঞরা। নিউইয়র্ক ইউনিভার্সিটির ল্যাংগন মেডিকেল সেন্টার থেকে বলা হয়, এই অ্যাপ আমাদের উদ্বেগ দূর করার বদলে আরও বাড়িয়ে দিয়েছে। বেশির ভাগ ভাইরাস শনাক্ত করার জন্য প্রয়োজন ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করা, যা এই অ্যাপে সম্ভব নয়। তাই অ্যাপসের কার্যকারিতার ব্যাপারে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন মনে করেন অনেকেই, এবং সে ব্যাপারে যথারীতি কাজও করে যাচ্ছেন অ্যাপস তৈরির বিশেষজ্ঞ দল।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G