স্মার্টফোন চোখের ইশারায় লক-আনলক হবে
আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
চোখের ইশারায় লক হয়ে যাবে আপনার মোবাইল ফোন ৷ শুধু তাই নয়, চোখের ইশারায় আপনার স্মার্টফোনটি খুলতেও পারবেন ৷ এমনই নতুন স্মার্টফোন আনল ZTE ৷
আর তাদের নতুন এই ফোনটির অপারেটিং সিস্টেমে আছে ৪.৪ কিটক্যাট ভার্সন ৷ পাশাপাশি ফোনে আছে ২.৫ গিগাহার্ৎজ প্রসেসর ও ৩ জিবি ব়্যাম ৷ এছাড়া ZTE-এর এই ফোনে আছে ফ্ল্যাশ সহ ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও সেলফির জন্য আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ৷ ৫.৫ এইচডি ডিসপ্লে’র (১০৮০ x ১৯২০) এই ফোনটির ইন্টারনাল মেমরি ১৬ জিবি ৷যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত ৷ পাশাপাশি ফোনটিতে আছে ৩১০০ এমএএইচ ব্যাটারি ৷
বার্সেলোনার মোবাইল কংগ্রেস থেকে তারা তাদের নতুন বায়োমেট্রিক প্রযুক্তির এস-৩ মডেলটি বাজারে আনল ৷
ফোন প্রস্তুতকারী সংস্থাটির দাবি, ৩-জি নেটওয়ার্কে ফোনটিতে টানা নয় ঘণ্টা কথা বলতে পারবেন ব্যবহারকারী ৷ দেশের বাজারে এখনও এই ফোনটি আনা না হলেও ZTE-র তরফে জানা গিয়েছে, নতুন ফোনটির দাম হতে পারে ২১ হাজার টাকার আশপাশে ৷
প্রতিক্ষণ/এডি/জয়