স্মার্টফোন ট্যাব হবে অন্ধের যষ্টি!

প্রকাশঃ জুন ২৯, ২০১৫ সময়ঃ ৩:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

phone_smart_web_camera_network_display_pad_media_telephone_template_tech_gadget_frame_call_smartphone_screen_communication-512এবার স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটার হবে অন্ধ ব্যক্তির স্বাভাবিক কর্মকাণ্ড ও চলাফেরায় সহায়ক যন্ত্র।অন্ধদের জন্য স্মার্টফোন-ভিত্তিক দৃষ্টিসহায়ক যন্ত্র নিয়ে গবেষণা করছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিংকনের একদল গবেষক।এ কাজের জন্য  অর্থায়ন করছে সার্চ ইঞ্জিন গুগল।

গবেষকরা বলেছেন, একটি স্মার্টফোন বা ট্যাবলেটের মধ্যে এমন কোনো যন্ত্র তাঁরা যুক্ত করবেন, যা দৃষ্টিপ্রতিবন্ধীকে অপরিচিত পরিবেশে চলাফেরা ও কাজে সহায়তা করবে।অন্ধরা রং ও গভীরতা বুঝতে পারে এমন শনাক্তকরণ যন্ত্র স্মার্টফোন বা ট্যাবলেটে যুক্ত করবেন। এর ফলে ওই স্মার্টফোন বা ট্যাব কোনো স্থানের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করবে যেখানে সব বস্তুর অব্স্থানও বোঝা যাবে। আর যন্ত্রটি কম্পন, শব্দ বা কথার নির্দেশের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

গবেষকরা পরিকল্পিত যন্ত্রের বিশেষ বৈশিষ্ট সম্পর্কে  বলেন, ব্যক্তি অনুযায়ী যন্ত্রের ব্যবহারে পরিবর্তন হবে। আর স্মার্টফোন বা ট্যাবভিত্তিক যন্ত্রটি ব্যবহার হতে হতে নতুন পরিস্থিতি ও অবস্থা সম্পর্কে শিখবে। সময়ের সঙ্গে সঙ্গে দক্ষ হয়ে ব্যবহারকারীর পাশাপাশি দক্ষ হয়ে উঠবে যন্ত্র।

লিংকন স্কুল অব কম্পিউটার সায়েন্সের মানুষকেন্দ্রিক রোবটবিদ্যার শিক্ষক নিকোলা বেলোটো জানান, অন্ধদের কাজ ও চলাফেরায় সহায়তার জন্য বর্তমানে বাজারে ক্যামেরাভিত্তিক যন্ত্রসহ পরিধানযোগ্য অনেক যন্ত্রপাতি আছে। নিত্যব্যবহার্য কোনো যন্ত্রের মধ্যেই যদি দৃষ্টি সহায়তার যন্ত্র যুক্ত করে দেওয়া যায়, তবে আলাদাভাবে কোনো কিছু ব্যবহার করতে হয় না।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G