স্মার্টফোন পাওয়া যাবে মিউজিয়ামে!

প্রকাশঃ ডিসেম্বর ২৪, ২০১৫ সময়ঃ ৯:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

smartphone musiumএকটি ফোনের মাধ্যমে অনেকগুলি সুবিধা পাওয়ায়,বর্তমানে দেশে বিদেশে সবখানে সবার হাতে ফোন মানেই স্মার্ট ফোন। খুব কম মানুষই পাওয়া যাবে যাদের কাছে একটি করে সাধারণ ফোনের পাশাপাশি একটি স্মার্ট ফোন নেই।  ইদানিং এই আধুনিক ফোনের ভিড়ে অন্যান্য ফোনের চাহিদা একবারেই কমে গেছে। নেই বললেও ভুল হবে না।

আপনি সর্বক্ষণ ছুটছেন নিত্য নতুন প্রযুক্তির স্মার্টফোনের পেছনে। মনে মনে চিন্তা করেন আমার যদি একটা স্মার্ট ফোন থাকতো ,তবে আমিও একটু পর পর সেলফি তুলে ফেসবুকে আপলোড করতে পারতাম। এই ফোনের নেশা  আপনাকে এতটাই পেয়ে বসেছে যে বাজারে নতুন কোনও স্মার্টফোন এল আর আপনি বাবা-মা এর কাছে বায়না ধরে টাকা পাওয়া মাত্র অমনি ছুটলেন দোকানে। ফোন কিনে তবেই ঘরে ফেরেন। কিন্তু আপনে হয়তো যানেনই না, যেই ফোন কিনতে এত্তগুলো টাকা খরচ করলেন সেই ফোনের সন্ধানে আর মাত্র পাঁচ বছরের মধ্যেই যেতে হবে মিউজিয়ামে! অবাক হলেন হচ্ছেনতো? অবাক হলেও এটাই সত্যি। এখন ভাবছেন কেন? জেনে নিন আপনার প্রশ্নের উত্তর।

সাম্প্রতিক এরিকসনের একটি কনস্যুমার ল্যাবের সমীক্ষা বলছে আর কয়েক বছরের মধ্যেই স্মার্টফোনের জায়গা দখল করে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা।

সিডনি মরনিং হেরল্ড-এ প্রকাশিত একটি খবর অনুযায়ী, গবেষণা বলছে ২০১২ সালেই মোবাইল টেকনলজি তার সর্বোচ্চ সীমা ছুঁয়ে ফেলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আর কয়েকদিনের মধ্যে মোবাইল, ট্যাবলেটের মত যন্ত্র ছাড়াই যোগাযোগ সম্ভব হবে আর তাই এসব স্মার্ট ফোনের আর দরকার হবে না।

“রান্না, ড্রাইভিংয়ের মত কাজ গুলো করার সময় স্মার্টফোনের ব্যবহার ঝুকি তৈরি করে। তাছাড়া বিভিন্ন পরিস্থিতিতে ডিসপ্লে স্ক্রিন নিয়ে সমস্যার শেষ নেই।কয়েক দিন পর পর ছুটতে হয় সার্ভিস সেন্টারে। তাই আগামী ৫ বছরের মধ্যে এর ঠাঁই পাওয়া ইতিহাসেই পাওয়া যাবে।”

এরিকসনের কনস্যুমার ল্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে ৪০ টি দেশের ১০ হাজার স্মার্টফোন ব্যবহারকারীর উপর এই সমীক্ষা চালানো হয়েছে।

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G