স্মার্টফোন আসক্তিরোধে ‘লাইট ফোন’
প্রতিক্ষণ ডেস্ক:
স্মার্টফোন আসক্তি কাটাতে বাজারে আসছে ‘লাইট ফোন’। ধারণা করা হচ্ছে, এটি ব্যবহারে স্মার্টফোন আসক্তি ধীরে ধীরে কমে আসবে। দেখতে অনেকটা ক্রেডিট কার্ডের মতো এই । তবে, শুধু জরুরি কাজে ফোনে কথা বলা ছাড়া কিছুই করা যাবে না এ স্লিম এ সেটটি দিয়ে।
একে বলা হচ্ছে ‘এন্টি স্মার্টফোন’। আরও আগে বাজারে আসার কথা থাকলেও উদ্যোক্তা কোম্পানির টাকার অভাবে বাজারজাত পিছিয়ে গেছে। এজন্য তারা অর্থ সংগ্রহে নেমেছে। একটি ক্রাউড ফান্ডিং প্রকল্পের মাধ্যমে তহবিল শক্তিশালী করার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, চলতি মাসেই বাজারে আসবে ‘লাইট ফোন’।
লাইট ফোনের ওয়েবসাইটে জানানো হয়, একটি অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে কল ফরোয়ার্ড করা যাবে। তিন দিনের মতো চার্জ থাকবে সেটে। এটি দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যাবে না। কল করা যাবে, রিসিভ করা যাবে।
এতে আছে ২ জি ন্যানো সিম।এতে স্পোর্টস টাচ মডিউল, মাইক্রোফোন এবং মাইক্রো-ইউএসবি পোর্ট রয়েছে। তবে, এ ফোনে কোন ক্যামেরা নেই। আর ফোন সেটটির দাম পড়বে ১০০ ডলার।
প্রতিক্ষণ/এডি/এস.টি