স্মার্ট ফোনে শামীমের গোয়েন্দা রোবট
নিজস্ব প্রতিবেদক
প্রযুক্তি নির্ভর মানুষদের চাহিদার কথা মাথায় নিয়ে স্মার্ট ফোন নিয়ন্ত্রিত রোবট আবিষ্কার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ক্ষুদে বিজ্ঞানী শামিম হাসান।
গোয়েন্দা নজরদারী ও তথ্য সংগ্রহ করার ক্ষমতা সম্পন্ন এই রোবট ওয়্যারলেস সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রকের কাছে তথ্য সরবরাহ করতে পারে বলে জানিয়েছেন রোবটের জনক শামীম হাসান।
রবিবার ঠিক বেলা সাড়ে ১২টা হবে। লাল রঙের একটি ব্যাগ নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেসকর্ণারে এসে উপস্থিত পাতলা শারীরিক গঠনের ক্ষুদে বিজ্ঞানী শামীম হাসান। সাথে কয়েকজন বন্ধু। মুচকি মুচকি হাসতে হাসতে পরিচয় দিয়ে শামীম হাসান তার আবিষ্কৃত রোবটের গুণাবলী ও কার্যক্ষমতার নানাদিক তুলে ধরে।
শামীম হাসান জানান, যে কোনো দুর্গম স্থান থেকে তথ্য সংগ্রহ করতে রোবটটি কাজ করবে। যেখানে স্বাভাবিক অবস্থায় মানুষ যাতয়াত করতে পারবে না এমন জায়গায় অনায়াশে এই রোবট কাজ করতে পারবে। আর স্মার্টফোনের মাধ্যমেই রোবটটি নিয়ন্ত্রণ করা যাবে।
সে আরও জানায়, রোবটটিতে রয়েছে একটি ক্যামেরা এবং মাইক্রফোন যার মাধ্যমে রোবটটি শব্দসহ ভিডিও চিত্র ধারণ করে কেন্দ্রে নিয়ন্ত্রকের কাছে পাঠাতে পারে। এছাড়া রোবটের গতিবিধীসহ যাবতীয় কার্যক্রম একটি মনিটরে দেখার সুযোগও রয়েছে।
জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পদার্থ, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম হাসান কুষ্টিয়ার জেলার মীরপুর উপজেলার মহদীপুরের আমলা গ্রামের হাজী আব্দুল গণি’র কণিষ্ঠ সন্তান। তার পরিবার ও বন্ধু-বান্ধব সূত্রে জানা গেছে, এর আগে শামীম ওয়াটার লেভেল কন্ট্রোলার, অটোমেটিক সোলার ট্রেকার, স্মার্টফোন কন্ট্রোল হোম সিকিউরিটি লক, অটোমেটিক জেনারেটর ভোল্টেজ কন্ট্রোলার এন্ড স্টাবলাইজার, অটোমেটিক ফ্যান স্পিড কন্ট্রোলারসহ বেশ কয়েকটি মেশিন আবিষ্কার করেছে।
প্রতিক্ষণ/এডি /এস. টি