স্মার্ট বেডে বন্ধ হবে নাক ডাকা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৭ সময়ঃ ৯:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৫ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

01

স্লিপ কাউন্সিলের তথ্য মতে, যুক্তরাজ্যের প্রায় অর্ধ সংখ্যক মানুষ প্রতি রাতে ৬ ঘণ্টার নিচে ঘুমায়। বিগত কয় বছরে এই সমস্যা মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছে দীর্ঘমেয়াদী এবং পর্যাপ্ত না ঘুমানো মানুষের সংখ্যাও বেড়েছে। এবার নাক ডাকা বন্ধ এবং আরামদায়ক ঘুমের জন্য বাজারে এসেছে স্মার্ট বেড।

09মানুষের শরীরকে সমন্বয় করতে সক্ষম এই বেড স্বয়ংক্রিয়ভাবে ঘুমন্ত ব্যক্তির নাক ডাকা খুঁজে নিয়ে তার শরীরকে নাড়াতে পারে এবং অবস্থান ঠিক করতে পারে।

এজন্য ৩৬০ স্মার্ট বেডটি ভিন্ন ভিন্ন শরীরেরর অবস্থান ঠিক করতে মেট্রেসকে যথাযতভাবে সেট করে। এটি করতে দরকার হয় ব্যবহারকারীদের ঘুমানোর অভ্যাস সম্পর্কে জানা এবং কোন সময়টা তারা ঘুম থেকে উঠতে পছন্দ করে তা জেনে জাগিয়ে তোলা।

বেডটি নাক ডাকার শব্দ শনাক্ত করে এবং বায়ু তরঙ্গ পরিস্কারের জন্য ঘুমন্ত ব্যক্তির মাথা কয়েক ডিগ্রি উপরের দিকে তোলে। এমনকি এটি ব্যবহারকারীর পায়ের পাতা গরম করে তার ঘুমানোর অভ্যাস সম্পর্কিত তথ্য অ্যাপে পাঠাতে পারে।

মানুষের ঘুমের উন্নতি ঘটানোর লক্ষ্যে স্লিপ নাম্বার নামের একটি মেট্রেস কোম্পানি তৈরি করেছে এই ৩৬০ স্মার্টবেড। চলতি বছরে অনুষ্ঠিত লাস ভেগাসে সিইএস ইভেন্টে উন্মোচন করা হয় স্মার্টবেডটি। এ বছর থেকে পণ্যটি বিক্রির আশা করছে তারা।

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G