সড়ক দূর্ঘটনায় আবার মৃত্যু

প্রকাশঃ মে ৩, ২০১৬ সময়ঃ ৩:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1440337779চট্টগ্রামের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় সড়ক দূর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও যাত্রী পরিবহনে ব্যবহৃত ছোট গাড়ির (টাটা ম্যাজিক) মুখোমুখি সংঘর্ষে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা সবাই ওই গাড়ির যাত্রী। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তবে তাঁদের নাম ও পরিচয়ের ব্যাপারে এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মালুমঘাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আনোয়ার হোসেনের তথ্যমতে, সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী ইউনিক পরিবহনের একটি বাস আর্মি ক্যাম্প এলাকায় পৌঁছালে চকরিয়ামুখী একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত ও নয়জন আহত হন। আহত ব্যক্তিদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত যাত্রীদের উদ্ধার করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

আহত যাত্রীদের মধ্যে আনোয়ারা বেগম (৩৩), তাঁর মেয়ে জন্নাতুল মরিয়ম (২), সানজিদা আকতার (৩৫) ও তাঁর ছয় মাস বয়সী ছেলে মো. আব্দুল্লাহ, তাসকিনা বেগম (১৮), মোরশেদা বেগমের (৩৫) পরিচয় পাওয়া গেলেও বাকি চারজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, দুর্ঘটনা-কবলিত যাত্রীবাহী বাস ও গাড়িটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও তাঁর সহকারী পলাতক এখন পর্যন্ত পলাতক।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G