২ চিকিৎসক ও শিক্ষক দম্পতি নিহত
প্রতিক্ষণ ডেস্কঃ
নিহতরা হলেন- জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক স্মৃতি কণা (৩৫), ঢাকা মেডিকেলের মেডিসিন ও হৃদরোগ চিকিৎসক কলিমুল্লাহ (৫০) ও এরিস্টোফার্মার মাইক্রোবাস চালক মনির (৩৫)। প্রাইভেট চেম্বার করতে মাইক্রোবাসে ভৈরবে যাচ্ছিলেন তারা।ইটাখোলা হাইওয়ে ফাঁড়ি পুলিশ জানায়, ৫ জন চিকিৎসক ও তাদের দুই স্বজনকে নিয়ে এরিস্টোফার্মার একটি মাইক্রোবাস (হাইয়েস) ঢাকা থেকে ভৈবর যাচ্ছিল। মাইক্রোবাসটি মহাসড়কের কুন্দারপাড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথরবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান ঢামেকের হৃদরোগ চিকিৎসক মো. কলিমুল্লাহ ও মাইক্রোবাসের চালক মনির হোসেন।
খবর পেয়ে ফায়ার সাভির্সের উদ্ধারকারী দল ও পুলিশ ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. স্মৃতি কণা। পরে তিন চিকিৎসকসহ আহত ৫ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
অন্যদিকে, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেঁচুয়া এলাকায় বিদ্যুতের খুঁটিবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী এক শিক্ষক দম্পতিসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালের এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।
নিহতরা হলেন, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রেহায় পলাশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ (৪৫) ও তার স্ত্রী একই স্কুলের সহকারি শিক্ষিকা মুক্তা বেগম (৩৫) ও মুন্সীগঞ্জ জেলা সদরের খায়রুল ইসলাম বাচ্চু (৪৫)।
আহতরা হলেন সিএনজি চালক মোবারক হোসেন (৪০), ওমর ফারুক (২৫) ও নাজমূল ইসলাম (২৮)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক সড়কের মুক্তাগাছা উপজেলার চেঁচুয়া বাজারের কাছে জামালপুরগামী বিদ্যুতের খুঁটিবাহী একটি ট্রাক জামালপুর থেকে ময়মনসিংহগামী অপর একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ওই শিক্ষক দম্পতিসহ তিনজন নিহত হন এবং আহত হন আরো ৩ জন। দুর্ঘটনার পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পরে মুক্তাগাছা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।