সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশঃ মে ১৪, ২০১৭ সময়ঃ ৭:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৯ অপরাহ্ণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

সড়ক পরিবহন আইন-২০১৭-এর পণ্যপরিবহন মালিক শ্রমিকের স্বার্থপরিপন্থী আইনের সংশোধনসহ ৭ দফা দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে ট্রাক, ট্যাংকলরি, কার্ভাডভ্যান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

আজ রোববার দুপুরে শহরের ডাক বাংলা পাড়ায় জেলা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ড্রাইভিং লাইসেন্স চেকিং-এর নামে সড়ক-মহাসড়কে হয়রানি বন্ধ, গাড়ির বাম্পার সাইড এঙ্গেল ও হুক খোলার সরকারি আদেশ প্রত্যাহার, মন্ত্রীসভার নতুন খসরা আইন প্রত্যাহার, ওভার লোড নিয়ন্ত্রণের নামে স্কেলে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, সড়ক মহাসড়কে অবৈধ যান চলাচল, ড্রাইভিং লাইসেন্স নবায়নে হয়রানি বন্ধ, নতুন ড্রাইভিং লাইসেন্স সহজ শর্তে প্রদানের দাবি জানানো হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কার্যকরী সভাপতি মো. মকবুল হোসেন।

এসময় মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক দুলাল, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি আব্দুল হাকিম, আয়নাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, অর্থ সম্পাদক রাম কৃষ্ণরায়, দপ্তর সম্পাদক রুহুল আমিন, কল্যাণ সম্পাদক রিয়াজুল ইসলাম, সড়ক সম্পাদক আশরাফ আলীসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G