হকিংয়ের পরিকল্পনায় নাসার অনুমোদন

প্রকাশঃ ডিসেম্বর ১৪, ২০১৬ সময়ঃ ১১:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩১ অপরাহ্ণ

nasa-hawking

দেরিতে হলেও নাসা অনুমোদন দিল স্টিফেন হকিং এর মহাশূন্যযান পরিকল্পনার। অধ্যাপক স্টিফেন হকিং সহ বিজ্ঞানীদের একটি দল ছোট একটি মহাশূন্যযানের পরিকল্পনা করেছিলেন এবং তাদের পরিকল্পনা অনুযায়ী ছোট মহাশূন্যযানটি ২০ বছরে একটি সম্ভাব্য বাসযোগ্য গ্রহে পৌঁছাতে সক্ষম হবে।

প্রক্সিমা বি, একটি সদ্য আবিষ্কৃত পৃথিবীর মতো গ্রহ এবং সূর্যের নিকটতম তারকা। যেখানে তাপমাত্রা ও পানি যথেষ্ট ঠান্ডা এবং পৃথিবীর মতো এর পাথুরে পৃষ্ঠ আছে।
আর এই গ্রহটিতে পৌঁছাতে স্টিফেন হকিং এর পরিকল্পনা অনুযায়ী একটি দ্রুতগামী ছোট মহাশূন্যযানের প্রাথমিক ডিজাইন নিয়ে কাজ করছেন নাসার বিজ্ঞানীরা ,যা আলোর গতির ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত গতিতে ছুটতে সক্ষম।

প্রতিক্ষণ/এডি/শাওন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G