হকিং এর নাম ব্যাবহারে অনুমতি লাগবে
বিশ্ববিখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তাঁর নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে পন্য বিক্রি রোধে পদক্ষেপ নিচ্ছেন।
তিনি তাঁর নাম ট্রেডমার্ক করতে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিসে আবেদন করেছেন। এতে ৭৩ বছর বয়সী এই বিজ্ঞানীর নাম কোন ব্যবসায়িক কাজে ব্যবহার করতে অনুমতি লাগবে।
হকিং বর্তমানে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ম্যাথমেটিকস অ্যান্ড থিওরিটিক্যাল ফিজিকস বিভাগে গবেষণা পরিচালকের দায়িত্বে রয়েছেন।
এ প্রসঙ্গে ক্রেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বলেন, হকিং এর নাম ট্রেডমার্ক করার সাথে বিশ্ববিদ্যালয়ের কোন বিষয় জড়িত নয়। এটি তাঁর একান্তই ব্যক্তিগত ব্যাপার। যে কোন ব্যক্তিই তাঁর নিজের নাম এবং সাফল্যের সুরক্ষার জন্য এ পদক্ষেপ নিতেই পারেন।
দ্যা সানডে টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পদার্থবিদ্যার প্রসার বা মটর নিউরন রোগের গবেষনার জন্য দাতব্য সংস্থা তৈরি করার উদ্দেশ্যেই হকিং তাঁর নাম ট্রেডমার্ক করছেন। উল্লেখ্য, স্টিফেন হর্কি মটর নিউরন রোগে আক্রান্ত হয়ে প্যারালাইজড হয়ে যান। তাঁর এই নাম ট্রেডমার্কের আওতায় কম্পিউটার গেম, শুভেচ্ছা কার্ড, হুইল চেয়ার ও হেলফ কেয়ার পন্য পড়বে।
ট্রেডমার্ক অ্যাটর্নিস সংস্থার প্রেসিডেন্ট ক্রিস ম্যাকলিউড বলেন, হকিং এর এই নাম ট্রেডমার্ক করা থেকে লাখ ডলার আয় হতে পারে। তবে এটি নির্ভর করছে তাঁর পরামর্শকেরা এই নামটিকে কিভাবে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করবেন তার ওপর।
এর আগে ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী ব্রায়ান কক্স, জেকে রাউলিং এবং ডেভিড বেকহ্যামের মতো তারকা তাঁদের নাম ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
প্রতিক্ষণ/এডি/ পাভেল