হজমে সহায়ক আদা-লেবুর শরবত

প্রকাশঃ এপ্রিল ২০, ২০১৫ সময়ঃ ৬:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৫ অপরাহ্ণ

Lemon-Ginger119942036আদার গুণ:  484_GB_Ginger_Root_web

গ্যাসের সমস্যা দূর করে

ব্যাথা দূর করে

ক্যান্সার রোধে সহায়তা করে

বমি বমি ভাব দূর করে

রক্তচাপ কমে

                                                                                            রক্তজমাট রোধ করে

 

লেবুর গুণ:fresh_yellow_lemon_3228

লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দেহের চর্বি কমাতে সাহায্য করে।

ঠাণ্ডা ও ইনফ্লুয়েঞ্জা উপশমে

ত্বকের কালো দাগ কমাতে

দ্রুত ব্রণ শুকাতে সাহায্য করে

আদা লেবুর শরবত

fউপকরণ: আদার রস ১ চা-চামচ,

লেবুর রস ১ টেবিল-চামচ,

চিনি ২ টেবিল-চামচ,

tea-1ঠান্ডা পানি ১ গ্লাস।

 

প্রণালিঃ

আদার রস, লেবুর রস ও চিনি ঠান্ডা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আপনি নিজেরমতো করে পরিবেশন করুন। এটি পিত্ত ঠান্ডা রাখে, হজমের জন্যও ভালো।

তাজিন/প্রতিক্ষণ/এডি/শারমিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G