হজে উট কোরবানি নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক
মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম (মার্স) ভাইরাসের কারণে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এবার হজে উট কোরবানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ফয়সাল আল জাহরানি জানিয়েছেন, ঈদুল আজহায় পুরো সৌদি আরবে উট কোরবানি দেওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।ঐতিহ্যগতভাবে মিয়ানমাররা প্রতিবছর উটই কোরবানি দিয়ে থাকেন, তাই মক্কায় বসবাসরত মিয়ানমারের মুসলমানদেরও এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
এ ব্যাপারে সৌদি আরবের প্রধান মুফতি শেখ আবদুল আজিজ আল আশেইখ ফতোয়া দেন, ফতোয়া হাজিদের গরু অথবা দুম্বা কোরবানি দিতে বলা হয়েছে।
মদিনার সমন্বয় কাউন্সিলের কর্মকর্তা আবদুল রহমান আবদুল করিম জানিয়েছেন, উট কোরবানি নিষেধাজ্ঞার ব্যাপারে তিনি এখনো কোনো সরকারি বার্তা পাননি। কিন্তু বেশ কয়েকজন উট ব্যবসায়ী এবার মার্স ভাইরাসের কারণে উটের পরিবর্তে ভেড়া ও গরু কিনেছেন।
২০১২ সালে সৌদি আরবে প্রথম মার্স ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। বিজ্ঞানীরা উটের দেহে এ ভাইরাসের উপস্থিতি পেয়েছেন। সৌদি কৃষি মন্ত্রণালয় জানায়, দেশটিতে যে ২ লাখ ৩৩ হাজার উট রয়েছে, তার মধ্যে ৭ হাজার ৭০০ মার্স ভাইরাসে আক্রান্ত।
প্রতিক্ষণ/এডি/এএইচকে