হজ্ব এজেন্সির জন্য দেড়শো হাজি

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৭ সময়ঃ ৪:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৫ অপরাহ্ণ

hajj-bangladeshiগত বছরের মতো এবারও হজ্বে দেড়শ জনের কম হাজি পাঠাতে পারবে না কোনো হজ্ব এজেন্সি। ধর্ম মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।

সৌদি আরবে কর্মরত ধর্ম মন্ত্রণালায়ের কাউন্সিলর মো. মাকসুদুর রহমান এ ব্যাপারে একটি চিঠি ইতোমধ্যে ধর্ম মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে জানা গেছে।

ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, খুব শিগগিরই এ ব্যাপারে এজেন্সিগুলোর কাছে চিঠি পাঠানো হবে। তবে একাধিক এজেন্সি লিড এজেন্সি তৈরি করে মোট দেড়শ হাজি হজে পাঠাতে পারবে।

চলতি বছর ৯৬৮ এজেন্সিকে হজ্বে হাজি পাঠানোর অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজ্বে এজেন্সিগুলো ৫০ জন যাত্রী হলেই হজ্বযাত্রী পাঠানোর দাবি জানিয়ে আসছিল।

সূত্র: জাগো নিউজ

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G