হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে আগ্নেয়গিরি ভিলারিকা

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ২:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

chille-1425394598-660x330চিলির পুকনে হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে আগ্নেয়গিরি ভিলারিকা। নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে আশপাশে থাকা বাসিন্দাদের। এদিকে বড় ধরণের অগ্ন্যুৎপাতের আশঙ্কায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

উদ্ভুত পরিস্থিতিতে শান্ত থাকার আহবান জানিয়েছেন পুকনের সিটি মেয়র। আর নিরাপত্তা বিবেচনায় বন্ধ রাখা হয়েছে ন্যাশনাল পার্ক। চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ৬’শ ৪৫ কিলোমিটার দক্ষিণে পুকন শহরে অবস্থান আগ্নেয়গিরি ভিলারিকার। গেলো তিন সপ্তাহ ধরে হঠাৎই সক্রিয় হয়ে উঠেছে আগ্নেয়গিরিটি।

বড় ধরনের অগ্ন্যুৎপাতের আশঙ্কায় এরই মধ্যে শহরটিতে হলুদ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এর আগে ২০০৮ সালে সবশেষ সক্রিয় হয়ে উঠেছিলো আগ্নেয়গিরি ভিলারিকা।

এছাড়া যেকোনো সময় নিরাপদ আশ্রয়ে যাবার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রায় ৯ হাজার বাসিন্দাকে। এ ধরনের পরিস্থিতিতে পুকনের বাসিন্দাদের শান্ত থাকতে বলেছেন সিটি মেয়র।আগ্নেয়গিরি ভিলারিকা আর দেশটির ন্যাশনাল পার্ক একই স্থানে হওয়ায় নিরাপত্তাজনিত কারণ বন্ধ।

প্রতিক্ষণ/এডি/জামিল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G