হঠাৎ বৃষ্টি
ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির সঙ্গে বেশ কিছু জায়গায় হালকা ঝড় হয়েছে বলে জানা গেছে। দেশে হঠাৎ দমকা হাওয়াসহ বৃষ্টি হয়ত জানিয়ে দিলো কালবৈশাখীর আগমনী বার্তা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাস পৌনে ১২টা থেকে প্রায় ২০ মিনিট ব্যাপী রাজধানীর মিরপুর, পুরান ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মগবাজার, বসুন্ধরা এলাকাসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়।
সকালেও বৃষ্টি হওয়ার দরুণ রাজধানীতে অফিসগামী মানুষকে পড়তে হয় ভোগান্তিতে।
এছাড়া দেশের আরো কয়েকটি জায়গায় বৃষ্টি ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, রাতে ও ভোরে দেশের বিভিন্ জায়গায় হালকা বৃষ্টিপাতের হয়েছে। এছাড়া এসময় তাপমাত্রা সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।
সাধারণত ফেব্রুয়ারির শেষ দিকে কালবৈশাখী প্রথম আঘাত হানে। কিন্তু এবার আট দশ দিন আগেই শুরু হলো। বুধবার রাত এগারোটা ৪০ মিনিটে ২৮ নটিক্যাল মাইল বেগে রাজধানীতে ঝড়োহাওয়া বয়ে যায়। প্রায় ২ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। খুলনা নগরীতেও রাতে ২৫ নটিক্যাল মাইল বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। তবে ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রতিক্ষণ/এডি/জেমস