হঠাৎ ভ্যাপসা গরমে দিনাজপুরের জনজীবন বিপর্যস্ত
ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি:
গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের পর হঠাৎ প্রচন্ড রোদের তীব্রতা এবং ভ্যাপসা গরমে অস্থির হয়ে পড়েছে দিনাজপুরবাসী। ঘর থেকে বের হওয়া দায়। এরই সাথে শুরু বিদ্যুতের আসা-যাওয়া। তাই পানির সংকটও দেখা যাচ্ছে। এতদিনের ঠান্ডা আবহাওয়ার কারণে গ্রীষ্মের শুরুতেও গরমের কাপড় পড়তে দেখা গেছে অনেককে। তবে এখন যা অবস্থা তাতে পাতলা সুতি কাপড়ের দিকেই ঝুঁকছে সবাই।
হঠাৎ যেন গ্রীষ্মের দাবদাহ অসহ্য গরমের হাতছানি দিচ্ছে। তবে এরই মাঝে কৃষকের মুখে ফুটেছে হাসির রেখা। রবি শস্য চাষীরা তাদের ফসল খুশিতে ঘরে তুলছে। তাদের মাঝে ক্লান্তির কোনো রেশ নেই। এদিকে হঠাৎ এই রোদ-বৃষ্টির মিশ্র খেলায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে শিশুরা। বড়রাও রেহায় পাচ্ছে না এ থেকে। সূর্যের প্রখর তাপ থেকে একটু ঠান্ডার পরশ পেতে শিশুসহ বয়স্করা আইসক্রিমের দোকানের পাশে ভীড় করছে। আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, মাত্রাতিরিক্ত তাপমাত্রার কারণে যে কোনোদিন প্রচন্ড ঘূর্ণিঝড় বয়ে যেতে পারে।
প্রতিক্ষণ/এডি/শাআ