হত্যাকারীদের সঙ্গে কোন সংলাপ হবে না: সৈয়দ আশরাফ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ১২:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

asraf 2হরতাল-অবরোধের সমর্থনে যারা মানুষ পুড়িয়ে মারছে তাদেরকে জঘন্য হত্যাকারী আখ্যা দিয়ে তাদের সঙ্গে কোন রকম সংলাপ হতে পরেনা বলে দলের কঠিন অবস্থানের কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় চলমান রাজনৈতিক সহিংসতা কঠোর হাতে দমনের সিদ্ধান্ত হয়েছে বলেও এ সময় জানান দলের সাধারণ সম্পাদক।

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শুক্রবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘হরতাল-অবরোধে যারা আগুনে পুড়িয়ে মানুষ মারে, কীভাবে তাদের সঙ্গে সংলাপে বসব? সংলাপে তাদের সঙ্গে কী নিয়ে কথা বলব? তাদের সঙ্গে মানুষ পুড়িয়ে মারা নিয়ে আলোচনা করব?’

বিএনপি একাত্তরের মতো একটি পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পেট্রলবোমা ও আগুনে পুড়ে যারা মারা গেছে, তারা এর আগে কোনো না কোনো নির্বাচনে বিএনপিকে ভোট দিয়েছে। তাদের তারা পুড়িয়ে মারছে।

বিএনপি একাত্তরের মতো একটি পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। আমরা তো পৃথিবীর বাইরে না। মধ্যেপ্রাচ্যে কী হচ্ছে আমরা তো দেখছি। আসলে শক্তিশালী সরকারের বিকল্প নাই।’

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G