হত্যার নতুন ভিডিও প্রকাশ করল আইএস
আবারো ৩০ জন খ্রিষ্টান হত্যার ফুটেজ সম্বলিত একটি নতুন ভিডিও চিত্র প্রকাশ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ভিডিওর একটি দৃশ্যে কোনো এক সৈকতে একদল লোকের শিরচ্ছেদ করতে দেখা যায় আইএসের সদস্যদের।
২৯ মিনিটের ওই ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সৈকতে একদল লোকের শিরচ্ছেদ করা হচ্ছে। অন্য একটি দৃশ্যে দেখা যায়, মরুভূমিতে একদল লোকের মাথায় গুলি করা হচ্ছে।
হত্যাযজ্ঞের শিকার ব্যক্তিরা লিবিয়ায় আইএস-সংশ্লিষ্ট জঙ্গিদের দখলে যাওয়া ইথিওপীয় গির্জার সদস্য বলে ধারণা করা হচ্ছে।
গত ফেব্রুয়ারিতে ২১ জন মিসরীয় খ্রিষ্টানকে শিরচ্ছেদ করে হত্যা করে আইএস। পরে জঙ্গি সংগঠনটি ওই ঘটনার ভিডিও প্রকাশ করে। সর্বশেষ প্রকাশিত ভিডিওটি একই ধরনের। ভিডিওতে আইএসের গণমাধ্যমের লোগো রয়েছে।
প্রতিক্ষণ/এডি/নুর