হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩০
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
হবিগঞ্জে রেলের সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার ফদ্রখলার ফরিদপুরে এ ঘটনা ঘটে।
উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলার ফরিদপুর গ্রামের আকবর মিয়ার ছেলে সিরাজ মিয়া ও কালুটুলা গ্রামের আবদুস সালামের ছেলে টেনু মিয়ার মধ্যে রেল লাইনের সরকারি জমি দখল নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিলো।
শুক্রবার সকালে জমি নিয়ে পঞ্চায়েতের লোকজন শালিসির মাধ্যমে নিস্পত্তি করছিলেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত জাকির হোসেন ও লাল মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত সিরাজ মিয়া, আনোয়ার মিয়া, টেনু মিয়া, ফিরোজ মিয়া, পারুল মিয়া, শহিদ মিয়া, বকর মিয়াসহ অন্যান্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয় ।
বাহুবল মডেল থানার এসআই গৌরাঙ্গ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রতিক্ষণ /এডি/বেলাল