হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩০

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ১:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

clashহবিগঞ্জে রেলের সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার ফদ্রখলার ফরিদপুরে এ ঘটনা ঘটে।

উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলার ফরিদপুর গ্রামের আকবর মিয়ার ছেলে সিরাজ মিয়া ও কালুটুলা গ্রামের আবদুস সালামের ছেলে টেনু মিয়ার মধ্যে রেল লাইনের সরকারি জমি দখল নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিলো।

শুক্রবার সকালে জমি নিয়ে পঞ্চায়েতের লোকজন শালিসির মাধ্যমে নিস্পত্তি করছিলেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত জাকির হোসেন ও লাল মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত সিরাজ মিয়া, আনোয়ার মিয়া, টেনু মিয়া, ফিরোজ মিয়া, পারুল মিয়া, শহিদ মিয়া, বকর মিয়াসহ অন্যান্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয় ।

বাহুবল মডেল থানার এসআই গৌরাঙ্গ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রতিক্ষণ /এডি/বেলাল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G