হবিগঞ্জে দূর্ঘটনায় নিহত ৫
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়ায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে ২ নারীসহ ৫ জন নিহত হয়েছেন।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ৫ জনের মরদেহ শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুন্নবী সরকার জানান, সকালে ঢাকা থেকে সিলেটগামী প্রাইভেটকারটি দেবপাড়ায় পৌঁছলে বিপরীতমুখী পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় কারটি ট্রাকের নিচে ঢুকে পড়লে এর ৫ আরোহীর সবাই মারা যান।
নিহতদের কারো পরিচয় জানা যায়নি। তবে তারা সিলেটের শাহপরান এলাকার বলে জানা গেছে।