হরতাল-অবরোধে ক্ষতি ৩৬ হাজার ৪৪৫ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
২০ দলীয় জোটের ডাকে চলমান হরতাল ও টানা অবরোধে গত ১৬ দিনে ৩৬ হাজার ৪৪৫ কোটি ৭৬ লাখ টাকার অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
বৃহস্পতিবার সকালে ঢাকা চেম্বারে এক সংবাদ সম্মেলনে ডিসিসিআই প্রেসিডেন্ট হোসেন খালেদ এ তথ্য তুলে ধরেন।
একই সঙ্গে এই ব্যবসায়ী নেতা চলমান সঙ্কট থেকে উত্তরণে একটি ফলপ্রসু সংলাপের আহবান জানান ।
খালেদ বলেন, ব্যবসায়ীদের কাজ সাধারণত অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্য বান্ধব নীতিমালা নিয়ে কথা বলা। আমরা রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। কিন্তু চলমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য যেভাবে বিপর্যস্ত হচ্ছে তাতে ব্যবসায়ী সমাজ দেশের অর্থনীতিকে বাচানোর জন্য রাজনৈতিক অস্থিরতা নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছে।
চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে উত্তরণে বেশ কয়েকটি সুপারিশ উপস্থাপন করেছে ডিসিসিআই। এর মধ্যে সংলাপ, সুশাসন, সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে রাজনীতির আধুনিকায়ন, সিটিজেন কাউন্সিল গঠন প্রভৃতি।
প্রতিক্ষণ/এডি/জামিল