হরতাল প্রত্যাহারের আহ্বান

প্রকাশঃ জুন ১৬, ২০১৫ সময়ঃ ১০:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৯ অপরাহ্ণ

হরতাল, প্রত্যাহারের, আহ্বান

FBCCIজামায়াতের ডাকা দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

মঙ্গলবার সংগঠনের অতিরিক্ত সচিব শাহ মো. আবদুল খালেক কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ আহ্বান জানানো হয়।

বার্তায় বলা হয়, হরতালের মতো নেতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ডে দেশের আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। জাতির স্বার্থে এফবিসিসিআই সব সময় হরতালসহ সকল নেতিবাচক রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আহ্বান জানায়।

এফবিসিসিআইয়ের মতে হরতালে সাধারণ নাগরিক জীবন, উৎপাদন ব্যবস্থা, পণ্য সরবরাহ সহ দৈনন্দিন কার্যক্রম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। হরতাল কর্মসূচি বেসরকারি খাতের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করবে। অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত না করার স্বার্থে কোন ধরণের নেতিবাচক রাজনৈতিক কার্যক্রম গ্রহণ করা কোন ভাবেই সমীচিন নয়।

এ অবস্থায় আগামী ১৭ জুন ২০১৫ বুধবার দেশব্যাপী ডাকা হরতাল প্রত্যাহার করতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতি এফবিসিসিআই আহ্বান জানায়।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G