হরতাল বাড়লো শুক্রবার পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত ফের ৬০ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ডকে হারানোয় ১২ ঘণ্টা হরতাল শিথিল করে আনন্দ মিছিল কর্মসূচি ঘোষণার পাশাপাশি ফের ৬০ ঘন্টার হরতাল বাড়ানো হয়।
এতে বলা হয়, চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে শুক্রবার ভোর ৬ টা পর্যন্ত ফের হরতাল পালিত হবে।
পাশাপাশি বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠায় মঙ্গলবার সকাল ১০ টায় সারাদেশে ২০ দলের আনন্দ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।
নজরুল ইসলাম বলেন, বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও ২০-দলীয় জোটনেত্রী খালেদা জিয়া।
উল্লেখ্য, লাগাতার অবরোধের মধ্যে রোববার সকাল ৬ টা থেকে বুধবার সকাল ৬ টা পর্যন্ত সারাদেশে টানা ৭২ ঘণ্টা হরতাল ডাকে ২০ দলীয় জোট।
৭ ফেব্রুয়ারি বিকেলে ২০ দলীয় জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।
এর আগে গত চার সপ্তাহ ধরে একইভাবে রোববার থেকে বুধবার ৭২ ঘণ্টা হরতাল ডাকে ২০ দলীয় জোট, যা পরে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়।
প্রতিক্ষণ /এডি/নাজিম