হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বঙ্গবীরের আপিল
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
রবিবার সকালে চেম্বার আদালতে এই আবেদন করেন কাদের সিদ্দিকী।
এর আগে প্রার্থিতা ফিরে পেতে কাদের সিদ্দিকী হাইকোর্টে রিট আবেদন করলে শুনানি শেষে গত বৃহস্পতিবার তা খারিজ করে দেন হাইকোর্ট।
বড়ভাই ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগের কারণে শূন্য কালিহাতীর ঐ আসনে উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেন কাদের সিদ্দিকী। তবে রিটার্নিং অফিসার অগ্রণী ব্যাংকে খেলাপি ঋণের কারণ দেখিয়ে গত ১৩ অক্টোবর তার মনোনয়ন বাতিল করেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে তা ১৮ অক্টোবর খারিজ হয়।
এরপর প্রার্থিতা ফিরে পেতে ২০ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। কাদের সিদ্দিকী আদালতে যাওয়ায় নির্বাচন স্থগিতেরও নির্দেশনা আসে। তবে গত বৃহস্পতিবার কাদের সিদ্দিকীর রিট খারিজ করে দেয়ায় এই নির্বাচনের বাধা দূর হয়। তবে আবারও চেম্বার আদালতে আপিল করায় নির্বাচন স্থগিত হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা।
প্রতিক্ষণ/এডি/এফটি