হাইকোর্টে ১০ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১০ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এ বিষয়ে রাষ্ট্রপতির অনুমোদনের পর নবনিযুক্ত বিচারপতিদের তালিকা সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) মিজানুর রহমান খান সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর প্রধান বিচারপতি নবনিযুক্ত অতিরিক্ত বিচারপতিদের শপথ পাঠ করাবেন। শপথগ্রহণের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য তাদের এ নিয়োগ কার্যকর হবে।
নবনিযুক্ত বিচারপতিরা হলেন- অ্যাডভোকেট খিজির আহমেদ, জেএম দেব, ইকবাল কবীর লিটন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী, মো. সেলিম, মো. সোহরাওয়ার্দী ও রাজিক আল জলিল, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ফরিদ আহমেদ শিবলী, গাজীপুর জেলা জজ আমির হোসেন এবং চট্টগ্রামে জেলা জজ পদমর্যাদায় কর্মরত বিচারক এসএম মজিবুর রহমান।
প্রতিক্ষণ/এডি/শিকড়