হাইড্রোজেনে চলবে গাড়ি
প্রতিক্ষণ ডেস্ক:
পেট্রল বা ডিজেলে নয়, বায়ুমন্ডলে সব থেকে বেশি পাওয়া যায় যে উপাদানটি, সেই হাইড্রোজেনেই চলবে গাড়ি। ‘মিরাই’ নামে ফুয়েল সেল এই গাড়িটি নির্মাণ করেছে জাপানিজ মোটর নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা।
পেট্রল পাম্পে গিয়ে গাড়িতে তেলের পরিবর্তে হাইড্রোজেন ভরে নিলে, এতে হাইড্রোজেন ও অক্সিজেনের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হবে এবং গাড়িটি চলতে শুরু করবে। এ সময় গাড়িটি থেকে শুধুমাত্র জলীয়বাষ্প নির্গত হবে আর বিক্রিয়ায় অবশেষ রূপে থাকবে পানি ।
হাইড্রোজেনের একটি সিংগেল ট্যাঙ্কের উপর ভিত্তি করে তিনশ মাইল পারি দিতে পারবে মিরাই। একবার ফুল ট্যাঙ্ক গ্যাসে এটি চলবে ৩০০ মাইল। মাত্র ৯.৬ সেকেন্ডে এই গাড়িটিতে ০ থেকে ৬২ মাইল গতিবেগ তুলতে সক্ষম। দুর্ঘটনা ঘটলেও তেলের ব্যবহার না থাকায় এই গাড়িতে আগুন লাগার কোনো সম্ভাবনা নেই।
অটোমোটিভ শিল্পে গাড়িটি একটি টার্নিং পয়েন্ট বলা যায়। কারণ আশা করা হচ্ছে, এটি পরিবেশের ক্ষতি ও তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে আনবে।
প্রতিক্ষণ/এডি/এস.টি