হাইড্রোজেন বোমা তৈরি করল উ.কোরিয়া

প্রকাশঃ ডিসেম্বর ১০, ২০১৫ সময়ঃ ৬:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৩ অপরাহ্ণ

maxresdefaultউত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে। দেশটির নেতা কিম জং-উন এমন ইঙ্গিত’ই দিয়েছেন । পারমাণবিক অস্ত্রের সক্ষমতার ক্ষেত্রে এটি তাদের বড় ধরনের অগ্রগতির আভাস।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয়া বার্তা সংস্থা (কেসিএনএ) বৃহস্পতিবার কিমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। সংস্থাটি জানায়, সম্প্রতি একটি ঐতিহাসিক সামরিক স্থাপনা পরিদর্শনকালে কিম বলেছেন, ইতোমধ্যে পরমাণু শক্তিধর দেশ হিসেবে সক্ষমতা অর্জন করেছে উত্তর কোরিয়া। এখন তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনবিক ও হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটাতে প্রস্তুত।

এরই মধ্যে উত্তর কোরিয়া  তিনটি আনবিক বোমার পরীক্ষা চালিয়েছে বলে জানা যায়।  কিন্তু কিমের এই মন্তব্য হাইড্রোজেন বোমা বানানোর সরাসরি ইঙ্গিত।

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G