হাইড্রোজেন বোমা পরীক্ষা উ. কোরিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
সফলভাবে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানো হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া।
বুধবার স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটা) ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর এই ঘোষণা দেয় দেশটি।
ভূমিকম্পের পর চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া বলছে এই ভূ-কম্পন মানুষের তৈরি। দেশগুলো ধারণা করেছে, কোনো নিউক্লিয়ার টেস্টের কারণেই এভাবে কেঁপে উঠেছে উত্তর কোরিয়া। তবে এ ব্যাপারে তখন কোনো প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া। পরে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানো হয়েছে বলে জানায় দেশটি।
প্রতিক্ষণ/এডি/এফটি