হাইড্রোজেন বোমা পরীক্ষায় কাঁপল উ. কোরিয়া

প্রকাশঃ জানুয়ারি ৬, ২০১৬ সময়ঃ ১০:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৯ অপরাহ্ণ

koreaউত্তর কোরিয়ায় মাঝারি ধরনের এক ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১।

বুধবার স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটা) ভূমিকম্পটি অনুভূত হয়।

এর পরেই উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে বলে কর্তৃপক্ষের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়।

এদিকে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া বলছে এই ভূ-কম্পন মানুষের তৈরি। দেশগুলো ধারণা করছে, কোনো নিউক্লিয়ার টেস্টের কারণেই এভাবে কেঁপে উঠেছে উত্তর কোরিয়া। তবে এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া। বুধবার যেকোনো সময় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর কোরিয়ার রিয়াংগং প্রদেশের সুংজিবায়েগাম শহর থেকে ২০ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এ জায়গাটি উত্তর কোরিয়ার পারমাণবিক বোমার ভূগর্ভস্থ পরীক্ষা চালানোর স্থান পুঙ্গে-রি সাইট থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে। ধারণা করা হয়, ২০০৬ সাল থেকেই উত্তর কোরিয়া পুঙ্গে-রি সাইটে পারমাণবিক বোমার ভূগর্ভস্থ পরীক্ষা চালিয়ে আসছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G