হাউথি ঘাঁটিতে সৌদি জোটের বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের রাজধানী সানায় হাউথি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে আবারো কয়েক দফা বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। শুক্রবারের হামলায় হতাহতের কোন খবর এখনো পাওয়া যায়নি।
এসব হামলার পর হাউথি নেতা সালেহ আল সামাদ গণমাধ্যমকে জানান, সৌদি জোট ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের ফলেই জাতিসংঘ প্রস্তাবিত শান্তি আলোচনা বারবার ভেস্তে যাচ্ছে। বিমান হামলা অব্যাহত রেখে আলোচনা সম্ভব নয় বলেও জানান তারা। ইয়েমেন সংকট নিরসনে জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওয়ালদ শেখ আহমেদ বলেন, আগামী সপ্তাহেই শান্তি আলোচনায় বসার বিষয়ে রাজি হয়েছে হাদি সরকারের প্রতিনিধিরা।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর জানিয়েছেন, ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা শীগগিরই বন্ধ ঘোষণা করা হবে।
প্রতিক্ষণ/এডি/বিএ