হাতির গুতোয় বিজিবি সদস্য নিহত

প্রকাশঃ এপ্রিল ২, ২০১৫ সময়ঃ ১০:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৪ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

elephant_243740কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি পাহাড়ে বন্যহাতির আক্রমণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন।

নিহত বিজিবি সদস্যের নাম ল্যান্স নায়েক হাবিবুর রহমান। বুধবার (০১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

কক্সবাজার ১৭ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান বিষয়টি  নিশ্চিত করেছেন। তিনি জানান, রামুর হিমছড়ি পাহাড়ে অবৈধভাবে মালেশিয়াগামীদের জড়ো করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে সুবেদার নুরুল ইসলামের নেতৃত্বে ১৯ সদস্যের একটি টিম অভিযানে যায়। কক্সবাজার ও ইনানী বিচের মাঝামাঝি হিমছড়ি পাহাড়ের কাছে গেলে তিনটি বন্য হাতির আক্রমণের মুখে পড়ে দলটি।

হাতিগুলো বিজিবি সদস্যদের গাড়িতে ও পাহাড়ের পাশে অবস্থিত বাড়িতে হামলা চালায়। এ সময় সবাই নিরাপদ দূরত্বে সরে গেলেও হাবিবুর রহমান হাতির গুতোয় মারা যান।

নিহত হাবিবুর রহমান ঝালকাঠির পূর্ব চাদকাঠি এলাকার বাসিন্দা। তিনি বিজিবি ১৭  সদস্য। তার মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G