হাতির ফাঁদে মানুষের মৃত্যু
জেলা প্রতিবেদক
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা চা-বাগানসংলগ্ন গ্রামে হাতির জন্য দেওয়া বিদ্যুতের তারের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সুশান্ত (৬৫) ও তার ছেলে সাজু (৩৫)। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে। আহতদের মধ্যে কোদালা চা বাগানের শ্রমিক রিনার (৩৫) অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হতাহতরা সবাই কোদালা চা বাগানের শ্রমিক।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, স্থানীয় গ্রামবাসী হাতির আক্রমণ থেকে ধান ক্ষেতসহ ফসলি জমি রক্ষা করতে জমির চারপাশে তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখে। মঙ্গলবার রাতে কোদালা চা বাগানের শ্রমিকরা বাগানের পাশ থেকে তাদের গরুবাছুর নিয়ে বাড়ির দিকে যায়। এ সময় একটি গরু বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়। এই সময় গরুকে ছাড়িয়ে আনতে গিয়ে আরো চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুশান্ত ও সাজুকে মৃত ঘোষণা করেন।
কোদালা চা বাগানেরে ব্যবস্থাপক বেলায়েত হোসেন জানান, গ্রামবাসী হাতির আক্রমণ থেকে ফসল রক্ষায় বিদ্যুতের তারের ফাঁদ পেতে রেখেছিলো। রাতের বেলা সেই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চা শ্রমিক নিহত হয়েছেন।
প্রতিক্ষণ/এডি/এনজে