হামলাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ১:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

gtgনাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক।

তিনি বলেন, পুলিশের কাজ অপরাধ দমন করা। যারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে, গাড়ি জ্বালিয়ে দেয়, তাদের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’।
আইনের মধ্যে থেকেই পুলিশ তার দায়িত্ব পালন করবে উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের ব্যাপারে কোন ধরণের নমনীয়তা দেখানোর সুযোগ নেই।

বুধবার বেলা ১২টায় নগরীর দামপাড়া পুলিশ লাইনে কল্যাণ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, সিএমপির ভারপ্রাপ্ত কমিশনার একেএম শহিদুর রহমান, অতিরিক্ত কমিশনার(অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/রাজিব

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G