হামলার শিকার তালাশ টিম

প্রকাশঃ ডিসেম্বর ২০, ২০১৫ সময়ঃ ৯:৪৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৬ অপরাহ্ণ

তালাশনাটোর জেলার লালপুরের আব্দুলপুর রেলস্টেশনে ইনডিপেনডেন্ট টেলিভিশনের অপরাধ বিষয়ক প্রতিবেদক ও ভিডিওগ্রাপার এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন ।

শনিবার,সন্ধার আগে সংবাদ সংগ্রহের কাজে গেলে তালাশ টিমের ওপর হামলা চালিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। হামলাকারীরা টিমের ক্যামেরা ছিনিয়ে ভাঙচুর চালায়। আহতরা হলেন, প্রতিবেদক তাইমুর হাসান শুভ, সবুজ মাহমুদ এবং ভিডিওগ্রাফার রাকিবুল। এর মধ্যে তাইমুরের মাথায় আঘাত লেগেছে আর রাকিবুলের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

তালাশ টিম সূত্রে জানা যায়,তেল চুরির ছবি সংগ্রহের জন্য বিকেলর দিকে স্টেশন এলাকায় যান তারা। ভিডিওচিত্র ধারণ করার সময় লালপুর থানা যুবলীগের সহ-সভাপতি আলতাফ হোসেনের নেতৃত্বে জামশেদ, হাফিজুলসহ বেশ কয়েকজন তালাশ টিমের উপর হামলা চালান। এদের মধ্যে জামশেদ ও হাফিজুল তেল চুরি চক্রের অন্যতম সদস্য বলে জানিয়েছে স্থানীয়রা ।

এ সময় রাকিবকে হাতুড়ি দিয়ে পেটানো হয়। তার মাথা কেটে যাওয়ায় গুরুত্বর আহত হয়। হামলাকারীরা ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা ও প্রতিবেদকের কাছে থাকা মেমোরি কার্ড ছিনিয়ে নেয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, ঘটনা ঘটেছে রেলওয়ে জিআরপি থানার অধীনে, উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা ঘটনাস্থলে অভিযান চালাই। এ ঘটনায় আব্দুস ছামাদ নামে একজনকে আটক করে জিআরপি থানায় হস্তান্তর করা হয়েছে। ছামাদ অভিযুক্ত আলতাফের ভাই।

এ ঘটনায় খোয়া যাওয়া মেমোরি কার্ডটি স্টেশনের বাদামওয়ালার নিকট থেকে উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ‘সাংবাদিকদের উপর হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে’।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G