হারিয়ে যাচ্ছে চরভদ্রাসন
ফরিদপুরের মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে চরভদ্রাসন উপজেলা। গত ২০ বছরে পদ্মার বুকে বিলিন হয়েছে এখানকার ২৫টি গ্রাম।
ঘরবাড়ি আর ফসলি জমি হারিয়ে নিঃস্ব হাজারো মানুষ। পানি উন্নয়ন বোর্ড স্থায়ীভাবে নদী তীর সংরক্ষণের আশ্বাস দিলেও এখনো তা প্রতিশ্রুতির বেড়াজালেই বন্দি।
আগ্রাসী পদ্মা কেড়ে নিয়েছে ষাটোর্ধ্ব মালেকা বেগমের বসতভিটাসহ সবকিছুই।
এ নিয়ে চারবার মালেকা ও তার পরিবার পদ্মার ভাঙ্গনের কবলে পড়েছে। এবারেও যেন রেহাই নেই । তাই তল্পিতল্পা গুটিয়ে অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছে তার পরিবার।
শুধু মালেকা বেগমই নয়, বার বার নদী ভাঙ্গনের শিকার হচ্ছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ২৫টি গ্রামের হাজারো মানুষ। একে একে পদ্মায় বিলীন হয়েছে সেইসব গ্রামের স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এতে শিক্ষাসহ ব্যহত হচ্ছে নানা উন্নয়ন কার্যক্রম। সেই সাথে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে চরভদ্রাসন নামের উপজেলাটিও।
৫৬ কোটি টাকা ব্যয়ে চর হোসেনপুর থেকে হাজীগঞ্জ কাজার পর্যন্ত নদী রক্ষায় নেয়া প্রকল্পটি মন্ত্রণালয়ে ঝুলে আছে গত পাঁচ বছর ধরে।
ভাঙ্গনের কবল থেকে রক্ষায় অবিলম্বে তীর সংরক্ষন বাঁধ নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধনও করেছেন এলাকাবাসী।
প্রতিক্ষণ/এডি/বিএ