হার্ভার্ডে শিক্ষক-শিক্ষার্থীর অনৈতিক সম্পর্ক নিষিদ্ধ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ৯:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক,প্রতিক্ষণ ডট কম

image_115000যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি তাদের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রেম বা এ ধরনের যেকোনও সম্পর্ক নিষিদ্ধ করেছে।ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে উদ্ধৃত করে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত ইউনিভার্সিটি প্রশাসনের এক আদেশে বলা হয়েছে, স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীদের (আন্ডারগ্রাজুয়েট) সঙ্গে শিক্ষকদের (ফ্যাকাল্টি মেম্বার) সম্পর্ক (প্রেমের) নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া, কোনো স্নাতক শিক্ষার্থী যদি কোনো শিক্ষকের তত্ত্বাবধানে থেকে থাকেন তাহলে তারা দু’জনও এ ধরনের সম্পর্কে জড়াতে পারবেন না। এমনকি স্নাতকে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী যদি স্নাতক কোনো শিক্ষার্থীর তত্ত্বাবধানে থাকেন তাহলে তারা দু’জনও প্রণয়ে জড়াতে পারবেন না।বিদ্যমান নীতিমালা পর্যালোচনা করে এ নিষেধাজ্ঞা আরোপ করল বিশ্ববিদ্যালয়টির কলা ও বিজ্ঞান অনুষদ কমিটি। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ‘গ্র্যাজুয়েট ও আন্ডারগ্র্যাজুয়েট’ শিক্ষার্থীরা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।

প্রসংগত,গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ যৌন হয়রানি ও যৌন হামলার ঘটনা ঘটে, এমন ৫৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ তালিকায় ছিল। হার্ভার্ডের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী ইয়েল বিশ্ববিদ্যালয়ে ২০১০ সাল থেকেই ফ্যাকাল্টি সদস্য ও আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মধ্যে ওই সম্পর্কের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।

 প্রতিক্ষণ/এডি/কামরুল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G