হাল ফ্যাশনের খোঁপা

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ১১:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৮ পূর্বাহ্ণ

তাজিন আক্তার, প্রতিক্ষণ ডটকম:

khopa 1 FRONTছোট চুলে ফ্রেঞ্চ টুইস্ট এবং বড় চুলে সামনে

দিয়েএকটু ফুলিয়ে পেছনে কার্লস- এই ছিল গত

বছরের জনপ্রিয় ট্রেন্ড। তবে এ বছর খোঁপার

প্রচলনটা বেশি দেখা যাবে। আসুন জেনে নিই হাল

ফ্যাশনের কিছু খোঁপার নাম এবং ধরন।

কার্ল আপডুঃ

যাদের চুল কার্লি তাদের জন্য এটি একটি পারফেক্ট

খোঁপা। মাঝারি থেকে বড় সাইজের চুলে এটি করা

যায়। তবে যাদের চুল সোজা তারাও এটি করতে

পারবেন। এটি এলোমেলো খোঁপা নামেও অনেকের কাছে পরিচিত।

গ্রেসিয়ান আপডুঃkhopa 2 (2)

নাম শুনেই বোঝা যাচ্ছে এটি গ্রিসের একটি জনপ্রিয় খোঁপা। তবে আমাদের দেশেও এটি এখন অনেক

চলছে। শাড়ির সাথে দারুন মানিয়ে যায় এ খোঁপাটি। তরুণী অথবা মধ্যবয়সী যে কোন নারী এ

খোঁপাটি করতে পারেন।

ভালেন্টাইন আপডুঃ

খুবই সুন্দর একটি খোঁপা এটি। তরুণীরা লঙ ড্রেসের সাথে আনায়সে এটি ট্রাই করতে পারেন। অনেকে

আবার এটির সাথে সামনের চুলগুলো কার্ল করে থাকেন। খোঁপার প্রতিটা অংশে স্টোন বা বিডস লাগাতে

পারেন গরজিয়াস লুকের জন্য।

হাফ আপডুঃ

যারা চুল খোলা রাখতে পছন্দ করেন তাদের জন্য খুব সিম্পল এ স্টাইলটি। সামনে দিয়ে চুল অনেক খানি টিজ করে উচু করা হয়। তারপর সফট কার্ল

করে পেছনের চুল গুল ঘাড়ের কাছে এনে ছেড়ে রাখা হয়। এটি আসলে সত্তর দশকের খুব জনপ্রিয় একটি হেয়ার স্টাইল।

khopa3হাফ আপডু উইথ কার্লঃ যারা গতানুগতিক ধারা থেকে

বের হতে চান না তাদের জন্য এই হেয়ার স্টাইলটি।    এটি

উপরের হেয়ার ডু এর মতোই কিন্তু এখানে মাথার পেছনের

চুল গুলো রোলার বা কারলার দিয়ে কার্ল করা হয়। শাড়ি

এবং কামিজ দুটোর সাথেই এটি ভালো যায়।

 

 

 

 

প্রতিক্ষণ /এডি/তাজিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G