হাসান আলীর রায় কাল
নিজস্ব প্রতিবেদক :
মানবতাবিরোধী অপরাধ মামলায় কিশোরগঞ্জের পলাতক আসামি হাছান আলী দারোগার রায়ের দিন আগামীকাল মঙ্গলবার ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।
এসময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন মামলার প্রসিকিউটর আবুল কালাম আজাদ। অপরদিকে আসামিপক্ষে উপস্থিত ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান।
প্রসিকিউটর আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ‘পলাতক হাসান আলী দারোগার বিরুদ্ধে ছয়টি অভিযোগ আমরা ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। এরমধ্যে তিনটি হত্যা, দু’টি গণহত্যা, একটি অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ রয়েছে।
গত বছরের ২২ সেপ্টেম্বর ও ২২ অক্টোবর অভিযোগ গঠনের পক্ষে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী ও আবুল কালাম আজাদ। অন্যদিকে ২২ সেপ্টেম্বর অভিযোগ গঠনের বিপক্ষে শুনানি করেন হাসান আলীর পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান। গত বছরের ১৫ সেপ্টেম্বর সৈয়দ মোঃ হাসান আলীর অনুপস্থিতিতে মামলার বিচারিক কার্যক্রম শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
হাসান আলীর বিরুদ্ধে গত বছরের ৩ এপ্রিল ট্রাইব্যুনাল-১ গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায়নি।
প্রতিক্ষণ/এডি/নূর/বাদল