হাসিনাকে প্রতিরোধ করবে যুক্তরাজ্য বিএনপি

প্রকাশঃ জুন ১২, ২০১৫ সময়ঃ ১:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

bnp ukলন্ডনে পাঁচদিনের সফরে শুক্রবার সকাল পৌঁনে ১০টায় ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। । তবে শেখ হাসিনার এ সফর প্রতিরোধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য শাখা বিএনপি।

‘যেখানে শেখ হাসিনা, সেখানেই প্রতিরোধ’ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
হাসিনার সফরকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিএনপির নেতাকর্মীরা লন্ডনে জড়ো হতে শুরু করেছেন বলে জানা গেছে।

যুক্তরাজ্য বিএনপি সূত্রে জানা গেছে, শেখ হাসিনার সফরকে প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুক্তরাজ্য বিএনপি। প্রতিরোধ কর্মসূচি সফল করতে বৃহস্পতিবার পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশ ও স্ক্যান্ডিনেভিয়াভুক্ত পাঁচটি দেশ থেকে অনেক নেতাকর্মী লন্ডনে জড়ো হয়েছেন। এ ছাড়াও মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দুবাই, কাতার ও বাহরাইন এবং মালয়েশিয়া থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচি উপলক্ষে লন্ডন পৌঁছেছেন। তারা হিথ্রো বিমানবন্দরে শেখ হাসিনা আসার পর হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ করবেন।উল্লেখ্য ৫ জানুয়ারী নির্বাচনের নামে তামাশা করে শেখ হাসিনা গণতন্ত্রকে কবর দিয়েছে এমন অভিযোগ করে তাকে সর্বত্র প্রতিরোধ করার ঘোষনা দেয় যুক্তরাজ্য বিএনপি।

কর্মসূচি সফল করতে যুক্তরাজ্য বিএনপি কয়েক দিনে তিনটি প্রস্তুতি সভা করেছে বলে জানিয়েছেন যুক্তরাজ্য শাখা বিএনপির সভাপতি এম এ মালেক। বুধবার সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G