হাসিনা ছাড়া সবাই চাকর-বাকর

প্রকাশঃ জুন ৯, ২০১৫ সময়ঃ ১১:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৬ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি:

kaderআজকের আওয়ামীলীগ হাসিনার ব্যাক্তিগত সম্পদ, আর বাকী যারা আছেন তারা সবাই চাকর–বাকরের ভূমিকায় আছেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম।

শান্তির দাবিতে অবস্থান কর্মসূচির ১৩৩তম দিনে সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জের হোসেনপুরে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর বলেন, বঙ্গবন্ধু নিহত হওয়ার আগের দিন পর্যন্ত সরকারি দলের নেতাদের চাপার কাছে যাওয়া যেত না, কিন্তু ১৫ আগস্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি।
মোদির সফর প্রসঙ্গে তিনি বলেন, কোনো গোষ্ঠী, দল বা ব্যক্তির নয়, ভারতের সম্পর্ক হতে হবে বাংলাদেশের মানুষের সঙ্গে।

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর জীবদ্দশায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা মতিয়া চৌধুরী বঙ্গভবনের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যেভাবে ঘুমিয়েছেন, তাতে লজ্জায় আমাদের মাথা কাটা গেছে। এই সরকারের মন্ত্রীরা সারারাত এমন কী কাজ করেন যে, বিদেশী মেহমানের সম্মানে আয়োজিত অনুষ্ঠানেও ঘুমাতে হবে? দেশে সভ্য সরকার থাকলে তার মন্ত্রিত্ব থাকতো না।

 

প্রতিক্ষণ/এডি/নূর/বাদল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G